পাখির একটি পালক খসে গেলেও পাখিটি তার উড়ে যাওয়ার চেষ্টা বন্ধ করেনা। তার সাহসই তার শক্তি। সে বুঝে যায়, কেবল একটি পালক খসে গেলেই সব শেষ নয়, উড়বার জন্য এখনো বহু পালক রয়ে গেছে।


মানুষ পাখির মতন নয়। মানুষের কিছু হারিয়ে গেলে, সে থেমে যায়। ওই একটি মাত্র হারিয়ে যাওয়া আনন্দের জন্য সে তার জীবনের সমস্ত আনন্দের বিষয় গুলোকে বাদ দিতে থাকে।

অথচ, বাঁচতে চাইলে- পেছনে ফিরে তাকাতে নেই। যা নাই; তা তো নাই-ই। পেছনে ফেলে আসা জিনিসের প্রতি আজন্ম তাকিয়ে থাকলেও, তা কখনো পাশাপাশি এসে হাঁটবেনা।